এমন আলোয় অন্ধকারের ঘোর কেটে যায় আচমকা,
এমন আঁধার থাকলে পথে হোঁচট খাবার আশঙ্কা।
ঘুমন্ত এক আগ্নেগিরির লাভার মতো জমকালো,
সুপ্ত বোবাকান্না এসে নিজেকে আজ ধমকালো।
এতদিনের আত্মশ্লাঘা আপন ভয়ে তটস্থ,
নিজের ভেতর গুটিয়ে থাকা- এই তো ছিল যথেষ্ট!
ইচ্ছে যেন নতুন করে মেললো ডানা আরেকবার,
অন্ধকারের প্রাচীর ভেঙ্গে নুপুর বাজে আবার কার?


বাজলো নুপুর মধ্যরাতে, ভাবছি 'একি মনের ভ্রম'!
অপার্থিব এই জগৎটাতে কে জানালো স্বাগতম?
মরুভূমির বুকে যেমন দাঁড়িয়ে থাকে মরুদ্যান,
মরীচিকার মাঝে তেমন আবির্ভূত 'অলীক' প্রাণ।
অন্তপুরে বাস করে যে- এই রমণী সেতো না,
অশরীরীর পিছু নিতেই মূর্ছা পেলো চেতনা।
অপার আলোয় উদ্ভাসিত যে নর্তকীর অলঙ্কার,
দীপ্তিরূপে ছড়িয়ে পড়ুক সেই রমণী চমৎকার।