খুব দেখালে মানবতা, এসব শুধুই মুখের কথা
বলছো কেবল যথাতথা, খুব শ্রেয় তাই নিরবতা,
তোমার মুখের এসব কথা, বাড়ায় মনে অস্থিরতা
সবার কাছে প্রকাশ করে তোমার মনের খুব হীনতা।
অচল মুখে সচল কথা লুকিয়ে রাখে সত্যতা
ঐতিহাসিক কথার ছলে খুন করেছো সভ্যতা।
মৃত্যুপথের যাত্রা পথিক আছড়ে পড়ে পায়ের 'পর
মুমূর্ষুকে হত্যা করে পূর্ণ করো লাশের ঘর।


ভক্তি প্রকাশ করার আগেই রূপ দেখালো বিভক্তি
শক্তি প্রমান করার আগেই দখল নেবে আসক্তি,
যুক্তি ভুলে চুক্তি ভেঙ্গে আঁড়কে ধরো অযুক্তি
উক্তি জুড়ে মুক্তি পেতে বিলিয়ে বেড়াও কটুক্তি।
মানবতার অন্তরালে বিরাজ করে দাসত্ব
বাস্তবতার রোধ করে শ্বাস গোপন রাখো যা সত্য,
এমন করেই টিকিয়ে রাখো মিথ্যে কথার রাজত্ব
সাধুর মুখোশ পাল্টে দাঁড়ায় অসুর অথবা দৈত্য।


খুব অচিরেই ধ্বংস হবে, তোমার হাতে সময় কম
তাকিয়ে দেখো খুব নিকটে দাঁড়িয়ে আছে তোমার যম।
পাপের সীমা পার করেছো! অনেক হলো কালক্ষেপন
তোমার মরণ হলেই হবে মানবতার উত্তোরণ।
এমন পাপী হত্যা করি, থাকবে খোলা জেলের দ্বার
বন্দি হয়ে করতে পারি একশো বছর সময় পার।
পাপের ঘড়া পূর্ণ হলেই পড়বে ভেঙ্গে ত্রাসের ঘর
আসবো ফিরে সবার মাঝে একশো বছর কারার পর।