বর্ষাধারা, এই অবিরাম
কাব্যপ্রীতির এই ভূবনে,
সিক্ত করে মুহুর্মূহু
তৃষ্ণা মেটায় এই জমিনে।


ছিন্ন করে আকাশ বাতাস,
তপ্ত মাটির বুক কাঁপিয়ে,
নতুন করে রঙ মেশালো
পুষ্প পেলব মন পবনে,
দেখছি পাগল বর্ষাধারা
ছন্নছাড়া, এই নয়নে।


পরিশেষে বর্ষাধারা,
রূপ দেখালো এই প্লাবনে,
ভাঙলো বাড়ি, ভাসলো জীবন
সব হারিয়ে বাঁচলো মানুষ,
নিঃস্ব হলো এই আগুনে।
সব ভাসিয়ে, জল গেল কই?
ঐ সাগরে, ঐ দক্ষিনে।