বস্তি কিংবা বাস্তু হতে উদ্ভুত হয়ে
উপাগত হয় জনদ্বারে,
সময়ের প্রাক্কালে জন্ম যাদের
তারাই দিতে পেরেছে পরিচয়
পরিচালনায়- তোমাদের এবং আমাদের।


তবু বেনিয়াদের বেনিয়মে
ভেঙ্গেছে, খুইয়েছে কত শত অর্জন সব!
যুদ্ধ শেষে জয় এনেছে যারা
প্রহসনের হিংস্র থাবায় ভোগ করেছে কারা।
প্রচেষ্টা তাই যতই হোক প্রতীকি,
ক্রান্তি আসুক এ ধরাতেই
আন্দোলনে ক্ষতি কি?


আকাঙ্খিত মহানায়ক,
চিৎকার করে জানিয়ে দেয়
স্বআগমন অবিরত।
উঠেছে জেগে, এসেছে উঠে
সেই সব পাতায়
অলিখিত যা আজও,
আদিম মহাকাব্যের ভূপৃষ্ঠা হতে
আবির্ভূত হয়
ঠিক যেন দেবতার মতো।