আবারো মৃত্তিকার বুক চিঁড়ে উর্ধ্বমুখী হয় তরুলতা
বিস্তারের জয়টীকা লিখে দেয় এ ধরার বুকে,
পাষানভূমির আঁতুরঘরে জন্ম নেয় ভূ-সন্তান,
অঙ্কুরোদগমের ধারায় গড়ে তোলে বনপদ আরেকবার।


বহুগামী জীবকূলের অবিচ্ছেদ্য নিষেকে বোঝা বাড়ে পৃথিবীর,
পরজীবীর ন্যায় আশ্রিতা, গড়ে তোলে আবাসন বুক চিঁড়ে জননীর।
জন্ম নেয়; পুষ্পে, পত্রে, অঙ্গে শোভিত হয় ভূমিগাত্র বারংবার,
সহিষ্ণু মৃত্তিকার সাধুবাদ ছড়িয়ে পড়ে অভিভাবকরূপে পুনর্বার।