পাপের অগ্নিকুন্ডে মৃত্যুবরন করে সভ্যতা,
ঘর বাড়ির আলো নিভে যায়- আলো নাই, ছায়াহীন;
তাই আমিও অবলোকন করি, ক্রুঢ় হাসি মানুষের
যা ছিল রসায়নের নাগপাশে আবদ্ধ, অখন্ড এতদিন।


কিছু কীট নর্দমার পানিতে সাঁতরায়,
কিছু মাছ মরে ভেসে ওঠে,
কিছু ফুল নর্দমায় ভেসে যায় অজানায়...
বীজ ফেরে মাটিতে, নদী ফেরে সাগরে,
পাখি ফেরে আকাশে, আমি ফিরি ঠিকানায়।


আবারও দেশে দেশে গড়ে ওঠে গবেষণাগার,
চৌকষ সেনাবাহিনী অত্যধুনিক অস্ত্র কেনে,
চোর চুরি করে, পূজারীরা পূঁজো দেয়,
স্বপ্নবাজ স্বপ্ন দেখে, চিত্রকর আঁকে,
কবি দেখে কল্পনা;
অকর্মন্য আমি, থুথু ফেলে ভরিয়ে দেই নর্দমা।