অন্য কোনখানে,
এ অবারিত অলৌকিক আলোয় আলোকিত।
অন্য কোন আবেগ,
যা নেশার মতো চেতনাকে করে আসক্ত।
তবে যদি তাকিয়ে দেখো অনুশোচনা
তা কাঁচ ভেঙ্গে নেবে তোমায় দূরে বহুদূর,
আর অপার্থিব অসংকোচে পড়বে মনে
এর চেয়ে মরে যাওয়া- ঢের ছিল ভালো।


তোমাকে একগুচ্ছ গোলাপ দিতে
উজাড় করেছি বিস্তীর্ণ বনভূমি।
আর জ্বলে ওঠা এক ঝাঁক জোনাকি দিতে
আহা! কত জাগ্রত রজনী বিশেষ।