পাগল মেয়ে, এক বিকেলে এমন করে খুন হলে!
নষ্ট রঙের মাঝ দরিয়ায় ডুব দিলে আজ মন ভুলে।
জীবন নদের ঝড়-ঝামেলায় দিক হারিয়ে যায় তরীর,
এক জামানার মিথ্যে পুরুষ খেলছে নিয়ে তোর শরীর।
পাগল মেয়ে, তোমার কানে সত্য গ্রহের সত্য বচন,
ইচ্ছেমতো দিচ্ছে ঢেলে মিথ্যে কথার কর্ণ পচন।
মিথ্যে পুরুষ উত্তেজনা সৃষ্টি করে স্থির মনে,
সুযোগ পেলে এমন পুরুষ নেবেই তোমায় নির্জনে।
বোঝার ভুলে পূজার ফুলে মত্ত হলে খুব দেখি,
স্বর্গে গেলেও ভানবে সে ধান, এমন কপট এই ঢেঁকি।
ছলে বলে সুকৌশলে চেষ্টা করে সৎ সাজার,
জীবদ্দশায় এমন পুরুষ পেলেও পাবে দশ হাজার।


আশার কথা, কিছু পুরুষ সত্য পথের হয় পথিক,
তাদের কাছে ভালোবাসার মূল্য পাবে খুব সঠিক।
মেয়ে, তোমার শরীর দেখেও চোখ ফিরিয়ে নেয় যারা,
এমন পুরুষ আমিই আছি! আর কে আছে- এই ছাড়া?