এই বালিকা, সেই বালিকা
পথ হারালো একা একা
রৌদ্রস্নাত এই সময়ে
ধ্বংস হলো অহমিকা।
তীব্রভাবে আবেগগুলো
রোজ বিকেলের তিন কাঁটাতে,
ঠুনকো কাঁচের মানুষগুলো
আঘাত নিজের বুকেই নিলো,
দশজোড়া চোখ আবার ভিজে
জল ঝরালো দ্বিগুন বেগে
ঝুরঝুরিয়ে পড়লো ভেঙ্গে
হালকা হাতের ধাক্কা লেগে।


কাঁচ গলিয়ে নতুন মানুষ
আবার হলো নতুন ছাঁচে
পন করেছে, ধরলো কানে
পরের কথায় আর না নাচে।
উপরতলার মানুষ সকল
নিচের তলায় আসলো নেমে
কর্মে নিজের দগ্ধ হলো,
আর কখনো করবেনা ভুল
পড়বেনা আর নারীর প্রেমে।


পাঁচ পুরুষের শপথ এবার
রিপুর বাজার দমন করে
আচমকা এক দমকা বাতাস
পড়লো এসে তাশের ঘরে।
এক বালিকার অভাব ভুলে
আরেকজনে চোখ পড়েছে,
আবার আসে আরেক নারী!
যতই থাকুক বদ্ধ ঘরে
যতই থাকুক শেকল পায়ে
আবার পুরুষ প্রেমে পড়ে,
পাঁচ পুরুষের শপথগুলো
নষ্ট হলো এমনি করে।