এতদিনের এই ব্যাকরণ ভুল ছিল – হায় ভুল ছিল
শীর্ষ বরাবর এসে তা অসমতায় দুলছিল
ভুল ব্যাখ্যার পরিধিতে পাতানো এক জাল ছিল
ষড়রিপুর প্ররোচনার জঘন্য কূটচাল ছিল।


দ্বিমুখী আর দ্বৈতচারন দুই জীবনের বাস ছিল
নীতি ও রীতির দ্বিতীয় জীবন বন্দি ক্রীতদাস ছিল
সততা তাই অসততার গ্রাস ছিল – তাই ত্রাস ছিল
সৎ সাহসের দৈন্যদশা পাগল হয়ে হাসছিল।


ভুল ব্যাকরণ দিক হারাতেই বিবেক আবার টান খেল
নতুন সুরের গান পেল – তাই শুদ্ধধারার ঘ্রান পেল
ভ্রান্ত জগৎ লোপাট হতেই মুক্তজীবন প্রাণ পেল
পরিশেষে দ্বিতীয় জীবন নতুন উপাখ্যান পেল।