কোষাগারে মণি জমা হাজারে হাজার
সকলে মানিয়া লয় হুকুম রাজার,
এমনই সে মহারাজ- মহা মহীয়ান
প্রতিক্ষণে গাহি তাঁর জয় জয়গান।


সভা'রে ডাকিয়া কহে রাজা মহারাজ
গরীবের তালিকাটি লাগিবে যে আজ,
সভাসদে টালী লইয়া ছুটিলো নগরে
ওখানে গরীব নাকি বাড়িছে অঘোরে?


দলিল ঘাঁটিয়া পাছে পায়না তো মিল
নগর জুড়িয়া দেখে লাশের মিছিল,
গতবার তালিকাতে গরীব যা আছে
এবার মরিয়া কিছু কমিয়া গিয়াছে!


তাও ভালো সংখ্যাটা কমিয়াছে বটে
একশো বছরে ইহা কদাচিৎ ঘটে,
হিসাব মিলাইয়া নাচে সভ্য সকল
প্রাসাদ সম্মুখে চলে বাজাইয়া বগল।


খবর শুনিয়া খুশি যতো কুশীলব
এক মাসব্যাপী চলে আনন্দ উৎসব,
রাজার স্তুতি গাহে যতো নিকটজন
ততই নগদে প্রাপ্তি অর্থ উপার্জন।


প্রাসাদ ছাড়িয়া দূরে নগরীর ধারে
লোকে করিয়াছে ভীড় ময়লা ভাগাড়ে,
মৃত্যু হারাইয়া দিলো ক্ষুৎপিপাসারে
নগরে পড়িয়া থাকে মৃত অনাহারে।