এ বিদায়ে নেই কোন মিছে আয়োজন
সব যাওয়া হবে নাতো মনের মতন
নিয়তি যা কাছে আনে, ছিঁড়ে বাধা পিছুটানে,
অন্য ভূবন পানে এসেছে সমন,
কিছু নেই, শুধু গায়ে সফেদ কাফন।


এতো ছোট এ জীবনে যা কিছু অপার
সবই নাকি বৃথা গেলো?- প্রশ্ন দ্বিধার!
আপন যা ছিলো লোকে, পর করে ভেজা চোখে,
কাতর হয়েছে শোকে নিজ পরিবার,
সব ছেড়ে ভুলে গিয়ে মিছে অধিকার।


ছোট ঘর, চারিদিকে মাটির দেয়াল
মাথার উপরে ছাদ বাঁশের চাতাল
আগে পিছে নাই কেহ, কাফনে মুড়েছি দেহ,
নাই চুল সন্দেহ- ডাকে মহাকাল,
এখানে সময় মানে অনন্তকাল।