৷১৷
দৈব অভিশাপ শিরোধার্য,
ভাগ্য লিখন অনিবার্য,
অহমিকা পরিনত করে সাধুকে শয়তানে;
একি বিভৎস রূপ, ঈশ্বর আস্থাভাজনে!
রক্ত প্রবাহে আসা যাওয়া,
নেত্র পলকে দূরত্ব অতিক্রম,
ঈশ্বরশাপের বিপরিতে বরের সমানে;
নরকবাসী, দুষ্টচক্রের শিরোমণি
অস্থায়ী আবাস গাঁঢ়ে মানুষের মনে।


৷২৷
এই ভুল, এই দোষ, এই পাপ কার?
কে সে প্ররোচনা দেয় এ পাপ করার?
কার দোষে কর তুমি এ পাপ অঢেল?
কে তোমার হাতে দিল নষ্ট আপেল?
কে তোমারে বানিয়েছে পাপের আধার?
সে কি তবু, নেবে কভু এ পাপের ভার?
যার তরে, খাতা ভরে, এতো পাপ জমা,
তুমি ছাড় পেতে পারো, তার নাই ক্ষমা।
যে তোমার মনে দেয় পাপের আদেশ,
জেনে রেখো, তারও হবে শাস্তি অশেষ।
শয়তানে কদাচার, ভেঙ্গেছে সীমানা,
সবশেষে হবে তার নরকে ঠিকানা।