সুগন্ধা নদী,
তুমি এত শান্ত কেন?
লাজুক বালিকার মত।


সুগন্ধা নদী,
তুমি কেন নিরবে বয়ে চল?
গোপন আভিসারিণীর মত।


সুগন্ধা নদী,
তোমার দুপাশের সবুজ যে তট
ও কি তোমার শাড়ির আচঁল?


সুগন্ধা নদী,
তোমার বুকের মাঝে যে নৌকাগুলো ভেসে চলে
ওগুলো কি তোমার অন্তরে স্বযত্নে লালিত স্বপ্ন?


সুগন্ধা নদী,
আমি যখন বিকেল বেলা একলাটি তোমার কাছে বসি
আমি তখন তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুনতে পাই।


সুগন্ধা নদী,
যখন গোধুলি বেলায় সূর্য তোমার মাঝে হারায়
তখন আমি মুগ্ধ হয়ে দেখি তোমার সেই রুপ।


সুগন্ধা নদী,
তুমি আমার প্রনয়ী হবে?
বাসব ভালো চুপে চুপে।


সুগন্ধা নদী,
তুমি ভালোবেসে খোলা চুলে অপেক্ষা করবে আমার
আর আমি অবগাহন করব তোমার শান্ত শীতল জলে।


সুগন্ধা নদী,
তোমার আমার এই যে ভালোবাসা
থাকবে বুঝি জনম জনম ধরে।