কোন একদিন রক্ত রাঙ্গা গোলাপ হস্তে -
দাঁড়াইয়া থাকিব তোমার পথ যাত্রায়।
মৃদু হাসিয়া গোলাপ খানা তোমার তরে
দিবেদন করিয়া বলিব -ভালবাসি তোমায়।
সেদিন কি তোমার চোখে আমার অস্তিত্ব দেখিবো?


যেদিন শির উর্দ্ধে তুলিয়া
তীব্র কণ্ঠে গর্জিয়া গর্জিয়া বলিব -ভালবাসি তোমায়।
সেদিনও কি তোমার মৌনতা দেখিবো?


কোন একদিন অশ্রু ফোয়ারা চক্ষে -
বিষাদ দেখাইয়া গোঙরিয়ে গোঙরিয়া কাদিয়া বলিব
ভালবাসি তোমায়।
ঐ দিনও কি আমি নিরুত্তর হয়বো?


নিজ হস্তের তর্জনীর আগায় ফুটু করিয়া
বাহিরে আসা ফিনকি রক্তের কালিতে -
যেদিন পূর্ব ভালবাসার বিবৃতি জানাইয়া
আমার এই কবিতা খানির লিখিত চিরকুট
তোমার হস্তে দিয়া আবারো বলিব -ভালবাসি তোমায়।
সেদিনও কি তোমার নিষ্ঠুরতা দেখিব?


যেদিন আকুল আবেদনে অসহায় হইয়া বলিব -
আমায় ভালোবাসো আর নাই বা ভাসো,
তোমায় ভালবাসতে দিও আমায় সযত্নে
সেদিনও কি আমি বঞ্চিত হয়বো?