বেগম আমার বলছে আজি তোমার সাথে আড়ি
বায়না তাহার করতে হবে বেগম পাড়ায় বাড়ি
সবুর করো, ফলবে মেওয়া,যেয়ো না'কো রেগে
ইচ্ছে কুসুম ফুটছে কেবল,যতন করো বাগে
ক্ষীণ মাইনে,তুচ্ছ ভাতা-কচ্ছপ সম চলি
টাকার পাহাড় নেইতো আমার কেমনে গড়ি বাড়ি।


শুনে বেগম উঠলো ফুঁসে - কইলো কথা রাগি
নির্ঘুম রাত চিন্তা মগন- খোয়াব দেখি জাগি।
বললে বেগম, "জনাব আলম- কিছু নেই তার বাকি
ভাবীর বাড়ি বেগম পাড়ায়, দিচ্ছো মোরে ফাঁকি
উপরি টাকা সরকারি মাল করছে সাবার সবই
বেগম পাড়ায় ফুর্তি করে,খাচ্ছো তুমি খাবি।


ভাবনু নিশি স্বপ্ন শয়ন, হস্ত উঠে কাঁপি
ঘুষের ছায়ায় লুটের টাকায় গড়বো এবার বাড়ি।
ভাবনা কেনো দেশের লাগি, করছে সবাই চুরি
রক্ত চুষে মারছে পিষে হানছে বুকে ছুরি।


দেশের টাকা করছে পাচার -পারছে যেবা যেথা
দেশটা হবে ফকির-কাঙাল, সবটা হবে ফাঁকা
সব চোরে আজ বাধছে জটা, করছে কাড়াকাড়ি
গড়তে হবে স্বপ্ন নিবাস- বেগম পাড়ায় বাড়ি।