মোর ম্রিয়মান সুখ আকাশে ডানাভরা ওই দুখের হাসি
ক্ষীয়মান মোর যৌবনতাজ আত্মাকে দেয়  আত্মফাঁকি
পৃথিবীর রূপে মুগ্ধ মধুপ পায় নি তো খুঁজে আনারকলি
ক্রুর হাসির শোকের নীরে আনছে ডেকে ভূতের খুলি।


মোর বক্ষে খঞ্জর হেনে প্রেতবিহগেরা ছুটলো নীড়ে
হৃদয়চিরে রুধিরধারা ছুটলো আজি আকাশ ঘিরে
লোহুর সুবাস আনলো ডেকে হাজার শকুন মেলা
খুবলে খেয়েছে হৃদয়ের নীল, খেলছে নবীন খেলা।


আঁধার রাতের স্বপ্নতারায় বেধেছো মোরে আপন কারায়
দূর ছায়াপথে নির্জন গৃহে মুখোমুখি হবো ভিন্ন মায়ায়
নশ্বর এই মাটির কায়ায় দুরন্ত প্রতিশোধ
আত্মা সে মোর মহান গ্রহ, দূর ছায়াপথে ক্ষিপ্ত বোধ
নশ্বর এই মাটির কায়ায় দুরন্ত প্রতিশোধ।