তোমার মিষ্টি কথন মনের মতন বিমোহিত মম চিত্ত
আমি বিহ্বল হয়ে থমকে দাড়াই, তোমার মনের ভৃত্য
বকুল ফুলের গন্ধে আকুল নিশীথের ওই শশী
দেখছি তোমায় নির্নিমেষে তোমার পাশেই বসি।


আঁখি মেলে তুমি উদাস নয়নে চেয়ো না'কো মোরে প্রিয়া
মায়াবিনী মৃগী মূর্ছা গিয়েছে, কেঁদে যায় তার হিয়া
নয়নতারায় তারার মেলায় শুভ্র ময়ূর হাসে
গোলাপ গাঁদার ফাগের পরশ তোমার কোমল কেশে।


ফাগুন হাওয়ায় দোলায় চিকুর
ঝন ঝন ঝন বাজছে নূপুর
আবে-শ জাগে মনে
সুধাকর আজ করছে বিলাপ রাতের তিমির হেনে।


পদ্মফুলের শুভ্রতা হেরি আজ তোমার ওই ভালে
স্বচ্ছ সলিলে পবন দোলায় নৃত্য দুলুন দোলে
অধরে তোমার গুলাবের হাসি, মাতোয়ারা মোর প্রাণ
তোমারে পেয়েছি তাইতো গেয়েছি গুনগুন করে গান।