ওহে সুকেশিনী নন্দিনী মোর  মন কারার ওই  বন্দিনী
কোন নদীর ওই কল্লোলে সই বাজাও তোমার রাগিনী
আসমান চূড়ে  মিশিলো যেদিন  কৃষ্ণচূড়ার লাল
প্রেয়সী আসিলে অন্তরে মোর ঢেউ তুলে কল কল।


দীঘল চুলের হিল্লোলে তোর ডুবলো রে মোর মনতরী
সপ্তসিন্ধু গিয়েছি সাঁতরে, বেজেছে রে মোর প্রেমভেরী
পৌঁছিনু সেথা কেয়াবন ঘেরা দ্বীপটার মাঝে দ্বীপী চিরে
পেয়েছিনু তোরে নীপবন মাঝে ডালিভরা ফুলে  ওই কাঁখে।


করি নিবেদন মোর আবেদন ফোটাও পুষ্প ওই বুকে
নাও টানি বুকে একবার মোরে, যাবো মরে তব প্রেমসুখে
পুষ্প কদম ছুড়ি পানে মোর সম্বিত হারা তোর ঘা'তে
পেয়েছিনু খুঁজে আঁখি মোর বুজে প্রণয় নদের সেই তটে।


মুক্ত বিহগে মনের কুহকে সাজিলে সাজা বন্দিনী
ওহে সুকেশিনী নন্দিনী
খোলা তব দ্বার যেও যতোবার তব নীপবন ওই দ্বীপে
নিয়ো মোরে সাথে হার করে গলে একসাথে মরি প্রেমতাপে।