দিনমজুর দু'বেলা খাওয়ার আসায় গতর খাটিয়ে হাড্ডি ক্ষয় করছে
কৃষক ঝলসানো রোদে গা পুড়িয়ে চাষাবাদ করছে।
দুর্নীতি নামক দানবের ভয়ে আমজনতার উৎকণ্ঠা বাড়ছে
কলমের খোঁচায় যারা সুইচ ব্যাংকে অর্থের পাহাড় গড়ছে
তাদের সময়টা বেশ রমরমা যাচ্ছে।


দেশে চতুর্থ জেনেরশন নেটওয়ার্ক চলে এসেছে,
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর ইউটিউবে
ঝড়ের বেগে বল্টু,পল্টু আর রমণীরা ভাইরাল হচ্ছে।।
অন্যায়ের প্রতিবাদের পরিবর্তে ভিডিও ধারণ করছে,
মানব মানবতার অবক্ষয়েও ভিডিও করে কিছু কমানোর ধান্দা খুঁজছে।


বইয়ের উপরের মোটা কভারটাতে ধুলা জমছে
ফেসবুক আর ইউটিউবারের সংখ্যা ঢের বৃদ্ধি পাচ্ছে
মেধাশক্তি ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে।।


যুবসমাজ ভাবছে প্রশ্নপত্র তো পায়ে হেটে ঘরে আসছে,
আর প্রশ্ন ব্যাবসায়ীদের সময়টা বেশ রমরমা যাচ্ছে,
বেকারত্ব আসলে এদের জন্যই বেড়ে চলেছে।


রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিকশাচালক মানুষকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে,
দু'টাকা বেশি ভাড়া চাওয়ায় তাদের কপালেই রক্ত ঝরছে
মানবিকতা আসলেই কি নিঃশেষ হয়েছে?