এখন-
দেশে চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ পুলিশের কুকর্ম নেই
সরকারী অফিসে দুর্নীতি-অবৈধ- নিয়োগ-বাণিজ্য নেই
নতুন ব্যাঙ্ক- বিশ্ববিদ্যালয়  ব্যবসার আর অনুমতি নেই
অনেক পতিতা যৌনখরিদ্দার অবৈধ পয়সাওয়ালা নেই
হাসপাতালে ভন্ড দুষ্টচক্র দালাল-ঘুষ গরীব রোগী নেই
ভূমিহীন ভিখারি বেকার গৃহহীন খাদ্যাভাব ও কষ্ট  নেই


জাতীয়-সংসদে সরকারী-বিরোধী দলের কোন অনুপস্থিতি নেই
লোক-দেখানো বিরোধী দল বা বিতর্কিত কোন মানুষ দলে নেই
মুক্তিযুদ্ধের কোন রাজনীতি, দল-ভিত্তিক পত্রিকা-সাংবাদিক নেই
দলে সুবিধাবাদী-কুখ্যত-অযোগ্য নেতা ও মনোনয়ন বাণিজ্য নেই
দেশের ভোটে কোন কারচুপি, অপহরণ-গুম-খুন ক্রস-ফায়ার নেই
ধর্ম নিয়ে মারামারি রাজনীতি হরতাল ধর্মঘট অবিচার নেই
রাস্তায় পেট্রল বোমা ও গ্রেনেড হামলা-মামলা নেই
শিক্ষকদের রাজনীতি ও ভিন দেশের প্রভাব নেই


ইংলিশ  মিডিয়াম স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় নেই
কোচিং-বাণিজ্য,পাবলিক র্পরীক্ষায় প্রশ্ন-ফাঁস নেই
ইয়াবা-জুয়া-মদ  হুণ্ডি ব্যবসা-কালোবাজারী  নেই
ব্যাঙ্ক-অনিয়ম, ভেজাল-মূল্যবৃদ্ধি ভূমি-দস্যু নেই
আদালতে মামলা, জেলখানায় কয়েদী বেশী নেই
ভুয়া ড্রাইভার,  সড়ক-জল পথে এক্সিডেন্ট নেই
জনগণের অভাব অসন্তুষ্টি বেকারত্ব অপচয় নেই
ধর্ম -ব্যবসা বিদেশে টাকা পাচার-বেড়ানো নেই


সত্যি তো! মজার খবর,বাহ কি চমৎকার আমাদের দেশ!
আপন মনে হাঁটছি আর ভাবছি ...
মুঠো ফোনটা  খুব জোরে বেজে উঠল
বুক পকেটে ফোনটা না পেয়ে-
বালিশের কাছে টেবিলে হাতড়ে ফোন নিতে নিতে-
কানে ভয়েস মেসেজের আওয়াজ এলো
ধ্যাত্তেরি ছাই ! এসব সত্য ছিলনা!
মনটা আবার খারাপ হয়ে গেল।


              ****
কানাডা,  ১৮ মাঘ ১৪২৭