ঢাকা শহরে উত্তর সিটি করপোরেশনের_
প্রধান কার্যালয়ে অভ্যর্থনার খরচ
গত বছর ডিসেম্বর মাসে!
প্রমাণকের পাতায় বিস্কুটটির নাম নেই,
শুধু লেখা বিস্কুট ও তার মূল্য ...
বিস্কুট ছাড়াও আরো অনেক_
কিছু্র নাম ও দাম পত্রে রয়েছে...
সর্বমোট সাত হাজার আটশত সত্তর টাকার_
এ কাগজটি আপ্যায়নের খরচ বাবদ!
শুধুমাত্র এক কেজি বিস্কুট কেনা হয়_
তিন হাজার ছয়শত টাকায়...
দেশি বিস্কুট যদিও কেজি প্রতি _
চারশত টাকার কিছু বেশী বা কম হতে পারে,
বিদেশী পণ্য হলেও এত দাম হতে পারে না!
দাপ্তরিক কাজে জরুরি কেনাকাটা, আতিথেয়তা ও
প্রয়োজনীয় সরঞ্জামের জন্য ওই দপ্তরে_
এ বাবদ বরাদ্দ মাসে পঞ্চাশ হাজার টাকা
যা অগ্রদত্ত বা ইমপ্রেস্টমানি আবণ্টন থাকে_
প্রধান নির্বাহী কর্মকর্তার এ দপ্তরে
কিছু ভাউচার পরীক্ষা করে দেখা যায়_
মোট সাতবার বিস্কুট কেনা হয়েছে...
এর মধ্যে পাঁচবার প্রতি কেজি বিস্কুট_
কেনা হয় তিন হাজার ছয়শত টাকায়।
বাকি দু'বার দু' শ টাকা কমে!
এ দপ্তরে কোন নিরীক্ষা হয় না...
দেশে কি হরিলুট চলছে সব খানে?