আমাদের এ দেশে এখন রাজনীতিটা গোষ্ঠীস্বার্থ-নির্ভর...
বিরোধী হতে সরকারে এলে ভাষা-ভঙ্গি বদলে হয় পর!
জনতার ভাষার জায়গায় আসে গোষ্ঠীতন্ত্রের যত ভাষা।
কল্যাণে কে?রাজনৈতিক বিভক্তিতে ভাঙছে যে আশা...

সরকারী চাকুরীজীবীরা মনে করে পেয়েছে তারা পণ...
দেশ-উন্নয়নে খুব দরকার বাড়ানো সামাজিক মূলধন!
অন্যের নিকট বিশ্বাস তৈরি করতে নাগরিক সংগঠন...
অদৃশ্য শক্তিতে দেশ!রাষ্ট্রে হচ্ছে কোন সমন্বয় সাধন?


------------------------------------------------
এবার মুখোশ খুলো...Now take off your mask
-----------------------
আন্দোলনের ফাঁঁকে ফাঁকে
রাস্তার বাঁঁকে বাঁঁকে
গুলি ঝাকে ঝাঁঁকে
দোষ দেবো কাকে কাকে?