স্বাধীনতার যুদ্ধে এই দেশের শত্রু ছিল আল বদর,
ধর্ম ব্যবহার করে রাজনীতি করলে থাকে না কদর!
লাল বদর রা আওয়ামী সরকারের পতনের আগে ...
ছাত্রদের কৃতিত্ব, ইউনুসের নিয়োগে আশা জাগে!

নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এমনই কথা!
শেখ হাসিনার বিদায়ে খুশী! তারপরও কেন ব্যথা?
ফেইস-বুক প্রফাইল লাল করে আত্মতৃপ্তিতে যারা...
দেশের জনগণের ভোগান্তিতে চিন্তিত হয় কি তারা?

আবেগের জাতি! এক সাথে সব কিছু করতে চায়...
সংস্কার কমিটিতে প্রবাসী! যোগ্য মানুষ ভাত পায়?
দেশটা খুব সংকটে! মিথ্যা বয়ানে চলছে সব কিছু...
কেঁচো হলেও ভাল হতো!  আসলে তারা তো বিছু!