দেখে মনে হয় যা ছিল সেটাই আছে,
আম ছিল এখনও আছে দেখি গাছে!
সব কিছু দেখি এখনো যা ছিল আগে,
কিছুই যে নেই গরীব মানুষের ভাগে!


ফুল ছিল এখনো দেখছি ফুলই ফোটা!
চিমড়ারা এখন কেন এত বেশী মোটা?
মানুষের আশা আজ অনেকটাই তাজা,
কবে তারা খাবে মজার ইলিশ-ভাজা?


ব্যাঙ্ক ছিল এখনো অনেক আছে দেশে!
টাকা পাচারকারীরা কখনো কি ফেঁসে?
চারদিকে এখন সব কিছু আগেরই মত,
কত কিছু বলি দেশের উন্নতি হল যত!


আইন ছিল আরো কিছু হলো এ দেশে,
বড় চোররাই রেহাই পায় বিচার শেষে!
অনেক শুনি দেশেরই উন্নতির যত কথা,
শুনিনা গরীব মানুষের মনের যত ব্যাথা!


===================o


উত্তর আমেরিকা
৭ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ