মাস জুলাই তুমি বল
মৌমাছি কোথায়-
কোথায় সেই গোলাপী আভা-
কোথায় খড়?


জুলাই বলে-
কোথায় সেই বীজ-
কোথায় সেই কুঁড়ি-
কোথায় মে মাস?
উত্তর দাও- আমাকে-


না না- মে মাস বলে-
আমাকে বরফ দেখাও-
আমাকে ঘণ্টাধ্বনি দেখাও-
আমাকে হালকা হলুদ-চামড়া রঙের
পাখি দেখাও!


বিহগ সামান্য আপত্তি দিয়ে বলে
ভুট্টা কোথায়?-
কোথায় সে আবছায়া-
কণ্টকময় বীজকোষ কোথায়?
এখানে! বছর বলে-


মূল : Answer July
By Emily Dickinson
(Poem-a-day, U S A)


Answer July—
Where is the Bee—
Where is the Blush—
Where is the Hay?


Ah, said July—
Where is the Seed—
Where is the Bud—
Where is the May—
Answer Thee—Me—


Nay—said the May—
Show me the Snow—
Show me the Bells—
Show me the Jay!


Quibbled the Jay—
Where be the Maize—
Where be the Haze—
Where be the Bur?
Here—said the Year—


***
Copyright © 2022 by Emily Dikinson. Originally published in Poem-a-Day on July 2, 2022, by the Academy of American Poets.