ছিলাম তো সাধারণ রাজনৈতিক কর্মী,
করিনি যে কোন কাজ ব্যতিক্রম-ধর্মী!
কূটের মাধ্যম আমি যোগ্য দল-নেতা,
শুধুই পারি ছলে বলে নির্বাচনে জেতা!


সুবিধা অনুযায়ী করেছি আমি রাজনীতি,
ধরতে পারেনি তারা কত করেছি দুর্নীতি!
তেমন কিছু তো করিনি আমি পড়াশোনা,
সৎ নেতাদের সংখ্যা দেশেই হাতে গনা!


কাজ করিনি কখনো সাধারণেরর জন্য,
বুঝতে যে পারি এখন ছিলাম কত বন্য!
মেম্বার পদ থেকেই হয়েছি চেয়ারম্যান
যোগ্যতা নেই আমার হওয়া ব্যাটম্যান!


প্রয়োজনে আমি তো দল ছাড়তে পারি,
নতুন দলে যোগ দিয়ে দিব এক ঝাড়ি!
আগামী নির্বাচনে আমি সংসদ-সদস্য,
সব কিছুরই লাইন-ঘাট হয়েছে অবশ্য!


==================o



কানাডা,
২৬ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ