শুরু টা উন্নত বিশ্বের বিভিন্ন দেশে_
দৃষ্টিনন্দন কাঁচের ভবন!
অপার সৌন্দর্য! চোখ জুড়িয়ে_
ভাসিয়ে দেবে সবার মন।
আমাদের দেশের বড় বড় শহরে!
কাঁচের ভবন বাড়ছে অনেক নগরে...
বাড়ছে তাপ, যেন ফুটন্ত কড়াই!
বিজ্ঞান ভিত্তিক নয়, করছে বড়াই...
ভবনে বসাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কত যন্ত্র,
এসি ব্যবসায়ী রা গুনছে টাকা, কোন মন্ত্র?
কাঁচের ভবন ছাড়াও কাঁচের পিরামিড!
চিন্তা-ভাবনা চলছে ছেটাতে স্নো-সিড।
গরমে র দেশ, নকল করে উন্নত দেশের...
সে সব দেশে হয় না হিসাবের হের-ফের!
শীত নেই, তাপমাত্রা টা বাড়ানো হচ্ছে কেন তাতে?
শহরের রাস্তায় পিচ গলছে, মাটি ফাটে সব ক্ষেতে!
তাপের বিকিরণ! কাঁচের এসব অপরিকল্পিত ইমারত...
বাড়ছে তাপ, পদক্ষেপ! না হলে বাড়বে মরণ কতশত!