মানুষ সাধারণ চশমা পরে _
তারা যেন ভাল দেখতে পায়!
রঙিন কাঁচ পরিধানে ওরা সুখে _
থাকে কত শহর নগর আর গাঁয় ...


এ রকম সাধারণ ও রঙীন_
উপনেত্র ব্যবহারে নেই কিছু মানব...
দুনিয়ার চাকচিক্যে তারা কখনো_
ওদের মতো হয় না কখনো দানব!


এগুলো না ব্যবহারেও তারা_
কিন্তু চড়ায় চশমা অন্য রকমের...
সব ধরনের গুণাবলী তে বহু দেখে,
বিবেকের এ চশমায় হয় না হের-ফের!


সাধারণ চশমা থাকলেও তো_
বিবেকের কাঁচ-নেত্র পরা যায়!
রঙিন দৃষ্টি সহায়ক কাঁচে অনেক দেখে...
অসহায় মানুষ তারা! কি পায়?


বিবেকের চশমায় কাঁচ নেই!