আবার নিজেকে নিজের মধ্যে জড়ো করবোআমি
আমার বিক্ষিপ্ত আত্মাগুলিকে এক করবো,
সব মিশিয়ে একটি চকচকে ক্রিস্টাল বলে
আমি চাঁদ এবং ঝলকানো সূর্য দেখতে পাবো।
  
একাগ্রচিত্তে অলৌকিক দৃষ্টিসম্পন্ন জ্যোতিষী
নারীর মত আমি বসে থাকবো ঘন্টার পর ঘন্টা,
ভবিষ্যতে কী আসবে এবং বর্তমান চলে যাওয়া                                    
এদিক -ওদিকে ছুটে চলা আত্ম-গুরুত্বে ভরা
মানুষের সামান্য পরিবর্তনের চিত্র দেখবো...
  
**********


মূল :
The Crystal Gazer
By Sara Teasdale
( Poem a day, U S A)


-----------------------------------------------
I shall gather myself into myself again,
   I shall take my scattered selves and make them one,
Fusing them into a polished crystal ball
   Where I can see the moon and the flashing sun.


I shall sit like a sibyl, hour after hour intent,
   Watching the future come and the present go,
And the little shifting pictures of people rushing
   In restless self-importance to and fro.