ঈগলের ঘাড়ে কাক...
ঠোকরানো র জ্বালায় সে দ্রুত গতিতে
উপরে উঠতে থাকে ...
ঈগলের প্রচণ্ড গতি ও অনেক উচুতে
অক্সিজেন স্বল্পতা র কারণে...
কাক দুর্বল হয়ে পড়ে!
শ্বাস কষ্টে টিকতে না পেরে
কাক মারা যায়...
ঘাড় থেকে খসে মাটিতে পড়ে সে!