দিন এখন আর দিনের মত নয়,
রাতকে দেখলে আরো ভয় হয়!
দিনে আকাশে দেখা যেত তারা,
রজনী-গগন কেন যে চাঁঁদ হারা!


দিন আর রাতের সম্পর্কই নেই,
জীবন তাগিদে হারিয়েছে খেই!
দিনের শেষে রাত তাকে ঢেকে,
রাত এখন গেছে অনেক বেঁঁকে!


দিন মানে ফুটে ওঠা যত আলো,
রাতের দৃশ্য এখন ততই কালো!
দিনে সুর্য এখন নয় আগের মত,
রাত খবরই রাখেনা দিনের যত!


দিনের পর রাত, জানে যে সবাই,
রাত দিনকে আর ডাকে কি ভাই?
জানিনা কী এক অদৃশ্য হাতছানি!
দিন না রাত টানছে হাজার ঘানি?


================o


উত্তর আমেরিকা
২৭ শে জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ