ডিজিটাল হয়েছে দেশ!
মেষরা আছে তো বেশ।
ছিড়তে ইচ্ছে করে কেশ...
উন্নতির কতই যে লেশ!


শিক্ষার বেজেছে বারো,
গরীবদের ধরো- মারো!
ধনীর সংখ্যা বাড়ে আরো
কালোটাকাকে কি ধরো?


ছিচকে না!ডিজিটাল চোর,
কাটেনি তো স্বপ্নের ঘোর...
দারোয়ানে ভরপুর দোর!
বেড়ে গেছে পয়সার জোর।


এ সমাজটা এখন ডিজিটাল,
মানবতার কেন এমন হাল?
নেতাদের কথায় ভরা গাল,
নৈতিক-মরিচের নেই ঝাল!