সোনার-গাঁয়ে পেলাম যে ঐ সোনাদের!
কীর্তন কি করবো আমরা সব ভাইদের?
ঘটনায় আবিষ্কার হলো হরেক তথ্য কিছু,
পক্ষ- বিপক্ষের ধান্ধাবাজরা নিলো পিছু!


অতি উত্সাহী লোকদের কত কাজকর্ম,
তালগোল পাকিয়েছে রাজনীতি ও ধর্ম!
পাসপোর্ট করতে জন্ম-সনদ কী লাগে?
পুলিশ-বেটার মনে পয়সার সাধ জাগে!


ভোটার কার্ডের জন্য জন্ম-সনদই মাগে!
কাগজটি থাকবে না পাসপোর্টের আগে?
জন্ম হয় দেশে যখন তাদের সনদ হয়না,
বিনে-পয়সায় দেয়ার কথা কেউ কয়না?


দেশ-হোটেলে পরিচয়পত্র চেক করেনা?
ব্যবসার কারণে রিসোর্টেও ওরা মানেনা!
কার্ডে বিবাহিতার স্বামীর নাম তো থাকে,
কুমারীর কার্ডে তারা বাবার নামই রাখে!


কাবিন নামার দরকার পড়বেনা আমাদের,
অই সনদের সূত্র ধরেই কাজ চলবে ঢের!
জন্ম- মৃত্যুর দপ্তর হয়েছে ব্রিটিশ-আমলে!
এ যুগে জন্ম-তারিখ নির্ণয় স্কুলের দখলে?


পৌরসভার কার্যালয়ে এক শাখা থাকবে,
জন্ম-বিয়ে-মৃত্যুর রেকর্ড সবকিছু রাখবে।
উপ-জেলা পরিসংখান অফিসের তদারক,
ধারে কাছে থাকবেনা যে হাজার প্রতারক!


সমন্বয়ের অভাবে আছে ভোগান্তিতে প্রজা!
মৌলিক সমস্যা সমাধানে ব্যস্ত নেই রাজা?
লক্ষ-কোটি টাকায় পালে সরকারী হাতির!
সুন্দর সমাধানে দেশে নেই কি কোন বীর?


====================o



কানাডা,
২৫ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ