পশু দু'টো, পোষা প্রাণী ...
কিন্তু সবচেয়ে বিশ্বাসযোগ্য
ও পরোপকারী মানুষের বন্ধু-প্রাণী কুকুর!
মানুষের অনিষ্ট কখনই  
সে হতে দিতে চায়?
জেগে বাড়ি পাহারা শিকার,
প্রবল ঘ্রান শক্তি তাদের তাই
বিমানবন্দরে ড্রাগ ও বিদেশী মূদ্রা
শুঁকে শুঁকে ওগুলো সনাক্ত করতে পারে ওরা!
মানুষ কি কুকুরের মত পারে?
বিড়ালও তো কিছু পারে ...


বিড়াল মারে ইদুর,
ইদুর কোটি কোটি টন ধান খেয়ে
আবার তাদের গর্তেও নিয়ে যায়...
অন্যদের কানের তুলনায় তার টা খুব তীক্ষ্ণ!
কারণটা,খুব উচ্চ শব্দ-কম্পাঙ্ক পায় শুনতে তারা,
ইঁদুর বা অন্যান্য ক্ষুদ্র প্রাণীর তৈরি শব্দও!
খাবার ভালো না খারাপ সেটি
সে সহজেই পারে চিনে নিতে,
মানুষ তা পারেনা, তবে তারাই তো
কুকুর-বিড়াল মারে!


দেখি, কুকুর এদিক ওদিক শুঁকতে শুঁকতে
জায়গা বুঝে অল্প একটু প্রস্রাব
পরে অন্য জায়গায় চলে...
তারা আসলে তারা নিজেদের
এলাকা চিহ্নিত করে!
অসাধারণ স্মরণশক্তির অধিকারী
এরা, বিড়ালেরাও তাই ...
মানুষ কি এগুলো চিন্তা করে?


প্রকৃতির ডাকে সাড়া দেয়ার
পর পরই বিড়ালরা কিছু করে!
তা কি আদমিরা করে?


মানবের বিভিন্ন আচরণ
আর মুখের অঙ্গভঙ্গির অর্থও
এ প্রাণীগুলো পারে বুঝতে,
এসব অন্য প্রাণীরা বা অনেক
মানুষও তো পারেনা!


কুকুর-বিড়ালরা যখন বহু কষ্ট...
কারা তখন সুখের ঘুম ঘুমায়?
দেশে কুকুর-বিড়ালেরা কী ই বা খায়!
মাংস-হীন মুরগীর হাড় ও মাছের কাঁঁটা
খেয়েই তারা এত কৃতজ্ঞ?
মানুষ, কুকুর ও বিড়ালের জন্য এমন কী করে!
নরেরা মানবজাতির জন্যই করেনা...


=============o


উত্তর আমেরিকা,
২৪ শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ