একে একে সব কিন্তু পড়ছে ধরা! খুশী হবার নেই কারণ...
আইনের প্যাচে কত কিছু হয়,বেঁচে তো আছে,কী মরণ!
কোন ক্ষমতা ই চিরস্থায়ী নয়! তবু সবাই কেন ভুলে যায়?
বাপের অন্যায়ে ছেলে র ক্ষমা চাওয়া, জনতা মজা পায়!

আদালতে আইনজীবী রা অভিযুক্তের উপরে করে হামলা...
ওরা আইন নিজ হাতে তুলে! চলে দোষী আসামীর মামলা?
অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত রা আজ বলে, দল নিষিদ্ধে নেই ওরা...
কাল,লুকোচুরি খেলা খেলে দলকেও স্থগিত!পেছনে কারা?

সংস্কার করবে ওরা? পবিত্র দায়িত্ব পালনে নেই ভাল কাজ...
পরাজিত সরকারের কায়দায় ফালতু কর্মকান্ডে নেই লাজ!
জোর করে জনপ্রিয়তা যায় না পাওয়া,সৃষ্টি করে উদাহরণ?
ভালো কাজ সবাই দেখে!জনগণ তো করতো আসল বরণ!


*** প্রমাদ গোনা > নিষ্ফল আশা> ব কাণ্ড প্রত্যাশা,