হাতিকে সবাই ভয় পায়!
বিবেকহীনরা তার গুণগান গায়...
মধ্যপ্রাচ্যে বাজে লড়াইয়ের দামামা!
বন্য এক হাতি পিছে,হায়েনা করছে হাঙ্গামা...
খোরাশান হতেই কৃষ্ণকায় পতাকাবাহী এক দল...
আসবে,ধর্মের বাণী মতে হায়েনাদের কমাবে যে বল!
হায়েনা আর কুকুর দের রক্ষা করতে পারবে না ঐ হাতি...
বিশ্ব-জঙ্গলের বানর ছাগল ঘোড়া মহিষ সিংহ বাঘ তাকে লাথি?
-----------------------------------------------------
যদি আপনারা যা বিশ্বাস করেন, তেমন আমরা তা করি, "মানব প্রজন্মের জন্য কবিতা প্রয়োজন, তারা কারা এবং ওরা কে হয়ে উঠছে তা জানার জন্য...
তাই কবিতা লিখুন।