(রুবাই ৯) যুদ্ধ
--------------
এ দেশে যুদ্ধ হয়েছিল পঁচাশৎ বছর আগে,
এখনকার যুদ্ধে তারা নেই যে আগে ভাগে!
রক্ষনামূলক! আক্রমনাত্মক যুদ্ধ নয় এখন,
যুদ্ধ করার জন্য তাদের বিবেক  কি জাগে?



(রুবাই ১০) আইনের অপব্যবহার
------------------------------
হাসপাতালে নিম্নমান-খানা রোগিদের করে সরবরাহ,
সাংবাদিকের খবর প্রকাশে তাদের হলো গাত্র- দাহ!
খাদ্য-সরবরাহকারীর পক্ষে মামলা করে হাসপাতাল!
ডিজিটাল আইনে সাংবাদিক গ্রেফতারে কেন আগ্রহ?


(রুবাই১১) অসুস্থ হাসপাতাল
--------------------------
হাসপাতালের চিকিৎসা এখন খুব বেশী দরকার,
চিকিৎসা্র অভাবে দেশ-সেবা পুড়েই ছাড়-খার!
আসল কাজ বাদ দিয়ে সেবাকারীর আত্ম-সেবা!
হাসপাতালেই হাজার দুর্নীতি হচ্ছে কেন বারবার?



(রুবাই ১২) উপহারের ঘর
------------------------
পেয়েছে তারা প্রধান-মন্ত্রীর দেয়া উপহারের ঘর,
অতি দরিদ্র ভূমিহীন অসহায় সে সব নারী- নর!
হালকা বর্ষার পরেই সুন্দর ঘরগুলো ধ্বসে পড়ে!
যারা বানিয়েছে এসব তাদের হবেনা পাকড়-ধর?


========================o


উত্তর আমেরিকা
২৭ শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ