কষ্টের পর কষ্ট- কষ্ট-কষ্ট,
এ রকম কষ্টতে স্বাস্থ নষ্ট!
জন্ম থেকেই হয়েছে  শুরু,
চামড়া হতে হবে খুব পুরু!


কষ্ট-কথা আছে ঘরে ঘরে,
কষ্ট নিয়ে তো মানুষ মরে!
কষ্টের পিছে যেমন কারণ,
কষ্টের আবার আছে ধরন!


কষ্টের ফলন হয়না গাছে,
কষ্টের কোন ঔষধ আছে?
কষ্টের পর কষ্ট যে আসে,
লেগে থাকে মাসে মাসে?


কাজ করতেও কষ্ট লাগে!
অতি ব্যয়ে বিবেক জাগে?
কষ্ট কষ্ট কষ্ট,আপনই পর!
করে যাচ্ছে কষ্ট নারী-নর।


কষ্ট-মেলায় উদ্ভটি জীবন,
কষ্টের কারণ শুধু কি ধন?
কষ্ট দিয়েই কষ্ট হয় কেনা!
কষ্ট না দেয়া সবার জানা?


============o


উত্তর আমেরিকা,
২০ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ