নিক্ষিপ্ত শুক্রাণু থেকেই যুদ্ধ শুরু,
এর পেছনে আছে এক মহাগুরু!
ডিম্বাণুর ভেতরে চেষ্টা যে ঢুকার,
জাইগোটের সৃষ্টি,ভ্রূণের আকার!


ভ্রূণের থাকেনা সে রকমের সাজ,
নিয়োজিত ফেরেশতার যে কাজ!
২১০ দিন অথবা পরে ভূমিষ্ঠ হয়,
এ দুনিয়াতে আসা টা শিশুর জয়?


হামাগুড়ি থেকে দাঁড়ানো আবার,
ক্রন্দ-যুদ্ধ দিয়ে পায় সে খাবার!
বছর পাঁঁচেক হলে যেতে হয় স্কুল,
নয়া যুদ্ধে পরিবারের  হয়না ভুল!


স্কুল পেরিয়ে হয়তো যেতে কলেজ,
যুদ্ধ আবার শুরু পেতে যে নলেজ!
কলেজে পড়ার শেষেই পায় সনদ,
চাকুরী পায়না তাই হয়ে যে বলদ!


ফের যেতে হয় কোন বিশ্ববিদ্যালয়,
পড়ার শেষে যেন এমন কোন জয়?
চাকুরী-যুদ্ধই আরম্ভ, ডিগ্রীটা পেয়ে,
চাকরী,খুশিতে ওঠে সে গান গেয়ে!


সংসার-ধর্ম-কাজ  তারপর অবসরে,
বুঝতে দেরী হয়, এ জীবন নড়বড়ে!
সংগ্রাম করেই সারাটা  জীবন চলে!
রহস্যময় যুদ্ধ-বরফ কখন কি গলে?


=================o


উত্তর আমেরিকা
৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ