বরফের আগুন কখনো
কি দেখেছেন?
হয়ত বলবেন দেখিনি!
চিন্তা করে বলুন দেখি...


আমি আগুন ও বরফের
অপরূপ সৌন্দর্যের অবিশ্বাস্য
দেশ আইসল্যান্ডের কথা বলছিনা!


বরফ গলে পানি হয়,
পানির যেমন উষ্ণতা
বরফেরও তা আছে।


দেখেছেন জলের মধ্যে
আগুন জ্বলতে...
তাহলে বরফে আগুন
জ্বলবেনা কেন?
জল ও বরফ একই রকম!


এস্কিমোদের ইগলু-ঘর বরফ
দিয়ে তৈরি কিন্তু ভেতরটা গরম!
বরফে তাপ আসা-যাওয়া করতে
পারে না, আবার বাইরের তাপ
ভেতরে এবং ভেতরের তাপ
বাইরে যেতে পারেনা,
গরম রাখে!


বরফ-চাপায় আগুন নিভে যায়,
বরফের আগুন তাহলে ভালো!


=================o


কানাডা,


১৪ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ