সিপাহী বিদ্রোহের পর লর্ড ক্যানিং বড় লাট,
ইনকরপোরেশন অ্যাক্টেই বিশ্ববিদ্যালয় ঘাট!
ইউরোপীয় মডেল বোম্বে মাদ্রাজ কোলকাতা,
তিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনিই যে হোতা!


ভারতবর্ষে উচ্চশিক্ষার দায়িত্ব  শুধুই কলেজ,
অবিভক্ত বাংলায় উনিশটিই ছড়াতো নলেজ!
পূর্ব বাংলায় নয়টি বাকী দশটিই পশ্চিমবঙ্গে,
পূর্ববঙ্গের জনগোষ্ঠী,কেউ ছিল তাদের সঙ্গে?


১৯০৫ সালেই বাংলা প্রেসিডেন্সি ভাগ হলো,
এতেই  পূর্ববঙ্গ -আসাম নতুন প্রদেশ দিলো!
সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরই সামনে না আসা,
স্কুল- শিক্ষার অভাবে তারা হয়ে গেলো চাষা!


কোলকাতা বিশ্ববিদ্যালয়ের মান ছিল যে উঁচু,
পূর্ব বাংলায় মানুষ চাকুরীর অভাবে খেত কচু?
বিশ্ববিদ্যালয়ের আবশ্যকতায় অনেক বকবক,
নবাব সলিমুল্লাহ ,আলী ,এ.কে.ফজলুল হক!


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল হিন্দু উঁচুবর্ণের,
হিন্দু নেতাদের আন্দোলনেই শেষ বঙ্গভঙ্গের!
শুধু মাত্র ছয়-বছরে তারাই করে বঙ্গভঙ্গ রদ,
জনগন বুঝতে পারে মনেই তাদের ছিল বদ!


নাথান কমিটির ইতিবাচক রিপোর্ট,১৯১৩ সন.
অনুমোদন করে ১৯১৭ সে স্যাডলার কমিশন!
১৯২০, ১৩ মার্চ হয়  ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট
ভারত আইন-সভায় পাশ হলে জানি সে ফ্যাক্ট!


লর্ড হার্ডিঞ্জ পূর্ববঙ্গে দিতে চান বিশ্ববিদ্যালয়,
আশুতোষ মুখোপাধ্যাইয়ের বিরোধিতায় নয়!
শর্তের বিনিময়ে লর্ড কর্ম বিশ্ববিদ্যালয় জয়ে,
চারটি নতুন অধ্যাপক পদের সৃষ্টির বিনিময়ে !


কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপরে যে ক্ষোভ,
হিন্দুধর্মের প্রাধান্য বাড়িয়ে দেয় তত লোভ!
বৈষম্যের শিকার  হচ্ছেন বুঝতে পারে তারা
অনেক ক্ষেত্রে লাভবান শোষন করতো যারা!


সামাজিক  রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা,
বিশ্ববিদ্যালয় হবে রবীন্দ্রনাথের আলোচনা?
শ্রেণীস্বার্থে তিনিই ছিলেন লর্ডকার্জনে ক্ষুণ্ণ!
পারতেন একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য?


=========================o


উত্তর আমেরিকা
৩০ শে জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ