দু'টি ভিন্ন খবর...
সম্প্রতি ব্রাজিলের সাউ পাওলোতে
এক কুকুরের মৃত্যু ও সুদর্শন যুবকের কান্ড...
আর বাংলাদেশের নোয়াখালী জেলার এক গ্রামের
শুকনা এক ডোবায় পাওয়া এক মাসেরও কম
মা-হারা অসহায় শিশু-নেকড়ে ও গরীব চাষীর কাহিনী...


৩২ বছর বয়সী সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট
সুনামের অধিকারী সুদর্শন রডরিগো ব্রাগা নামে এক যুবক!
প্রিয় পোষা কুকুরটির আকস্মিক মৃত্যুতে
সব কিছুই বদলে যায় তার!
নিজের প্রাণের চেয়েও তাকে
ভালোবাসতো বেশি! এ মৃত্যুটা
কিছুতেই পারছিল না মেনে নিতে...
ডাক্তারের পরামর্শে তার
দেহটাকে সংরক্ষণ করে সে!
অপারেশনে ডাক্তাররা কুকুরের
মুখের বিভিন্ন অংশ তুলে নিয়ে
তার মুখের উপর করে বসাতে শুরু...
তার নাক, চোখ, ভুরু, চোয়াল সবকিছুই
একটু একটু করে পোষা প্রাণিটির
আদলে তার চেহারা বানায় তারা...
অপারেশন ও সার্জারীর পর
চেহারা পরিবর্তিত হয় তারই
পোষ্যের মুখ যেমন!
দেখতে হুবহু কুকুরের মতোই,
'কুকুর-মানব’ নামে সে পরিচিত
বর্তমানে সারা পৃথিবী তাকে চেনে...


নোয়াখালীর ঐ কৃষকের যত্নে
সামান্য বড় হওয়া শিশুটি
শৃগালের মত না!
অনেকটাই কুকুরের মত স্বভাব...
মানুষের মত সব খাবারই সে খায়!
কুকুর মানুষের সব খাবার খায়না,
শেয়ালটি কুকুরের মতই ঘরের হাঁস-মুরগীর
প্রতি লোভ নেই তার, পরিবার ও প্রতিবেশী
কাউকে কামড়ায় না ও শিশুদের ক্ষতি করেনা!
অথচ তাদের সাথে খেলে,
অন্য কুকুরকেও ভয় পায়না!
আবার বাড়ীও পাহারা দেয় এ বয়সে...
কী অসন্ভব কৃতজ্ঞতা কৃষকের প্রতি!
গ্রমের কাছের ও বহু দূরের সবাই এখন
গরীব এ কৃষিজীবীর বাড়ীতে
দশ-এগার মাসের প্রাণীটাকে
দেখার জন্য যায় বেড়াতে!


বাসা-বাড়ীতে কুকুর থাকে,
তারা করে অনেক উপকার...
হাস-মুরগী খায়না, শেয়াল তা
করেনা তবে খায় হাস-মুরগী!
এই তো জানলাম সেদিন,
যশোহর শহরে খাবারের জন্য প্রতি রাতে কিছু
শেয়াল আসে বাসা-বাড়ী-পথ-ঝোঁঁপের বাইরে
নিম্ন-মধ্যবিত্ত খাবার ওয়ালা এক লোকের কাছে,
সে জানে তারা আসবে...
কারণ তাদের খাদ্য্যর অভাব!


কুকুর তো শেয়ালেরই উত্তরসূরি!
আমরা অনেকে বলিঃ
''মানুষ শেয়াল-কুকুরের চেয়েও হীন''
মানুষ-রূপী শেয়াল-কুকুররা
এ দু'টো প্রাণীর মত হতে পারে কী?


===================o


উত্তর আমেরিকা
৬ ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ