জি.এম.ও একটি টেকসই আর পরীক্ষিত চাষাবাদের পদ্ধতি,
ফসলের জন্য কম কীট-নাশক ব্যবহারে উৎপাদনে অগ্রগতি!
জৈব চাষাবাদ ও জৈব-প্রযুক্তি কখনো কিন্তু এক ব্যাপার নয়,
রাসায়নিক সার, বালাই-নাশক ব্যবহারে আছে কিন্তু বহু ভয়!

পরিবেশ-বাদীদের কথা, জৈব-প্রযুক্তি বাদ! জৈব-চাষ ভালো...
শ্রীলংকান কৃষির বিপযর্য়! প্রযুক্তির চাষ দিয়েছে অন্য আলো!
ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য জোগানে টেকসই কৌশল নয়,
সনাতন পদ্ধতির চাষাবাদ! সবকিছুতে ই অর্থনৈতিক অপচয়।

জৈব-প্রযুক্তি প্রকৃত এক জীবন্ত প্রাণীর উপর প্রয়োগ করা হয়,
এ প্রযুক্তিতে ডি.এন.এ বা আর.এন.এ এর কত যে হয় ক্ষয়!
খাদ্যশস্যের পুষ্টি গুণাগুণে এবং ফসলের উপযোগিতা বাড়ায়...
কাসাভা ডাল সরিষা বেগুন আলু ধান কলাও বেশী তারা পায়!

এ প্রযুক্তিতে উদ্ভাবিত শস্য টা যথেষ্ট পরীক্ষিত ও নিরাপদ নয়!
নতুন উদ্ভাবিত পণ্য মানবদেহ প্রাণী পরিবেশে যদি হুমকি হয়?
ব্যাকটেরিয়া-ভাইরাসের বিভিন্ন প্রজাতিরা জিনের বিবর্তন করে...
জিন-প্রকৌশল কৃত্রিম না! গিনিপিগ ক্ষেত্র, বিদেশ না যেন ধরে!


*** জি.এম.ও / GMO
        Genetically Modified Organism (জিনগত পরিবর্তন সম্বলিত জীব)