বিন্দু দিয়েই জীবনের শুরু!
তার পেছনে কোন সে গুরু?


দু'টি বিন্দুর মিলনেই রেখা,
কি থেকে সরল-বক্র শেখা?


বাবার সাথে মায়ের অবুঝ,
সন্তান এসেই করে ত্রিভুজ।


বর্গক্ষেত্র-আয়তক্ষেত্রের ভুজ
গৃহ-পশুর পাদে হয় চতুর্ভুজ।


হাতের পাঁচ সব জনগণের,
পঞ্চভুজ হলো পেন্টাগনের।


ষড়-রিপুর সাথে সাক্সোফোন!
প্যারিসের দেশটিই হেক্সাগন।


বিন্দুর  ভরে চলে এক চিত্ত,
আঁকে আমাদের জীবন-বৃত্ত।


কানাডা,


১৯ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ