বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার করোনা
ভাইরাসটির ভ্যারিয়েন্টের আধিক্য!
করোনা পরিস্থিতির দ্বিতীয় ধাক্কা
সামলে উঠতে উঠতেই প্রবেশ করে
ভারতীয় ভ্যারিয়েন্টের চাকচিক্য!


সুপ্ত অবস্থায় কিছু দিন থাকার পর,
ভারতে নতুন করে আক্রমণের ঝড়!
বৈশ্বিক করোনা পরিস্থিতির নতুন দিক,
মোড় নিয়েছে করোনার আরো শিক!


এটি করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট!
যেটি যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা
ও বিশ্বের অন্যান্য পরিবর্তনশীলের
চেয়ে অধিক সংক্রমণশীল সেন্ট!


প্রতিবেশী দেশ হিসেবে রয়েছি
সবচেয়ে বড় ঝুঁকিতে আমরা!
সীমান্তবর্তী জেলাসহ যেসব স্থানে
সংক্রমণে বেড়েছে রোগিদের কামরা!
বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে কার্যকর,
কঠোর লকডাউনে প্রশাসন হিতকর!
এখন করোনা যে কোনো সময়,
করবে ভয়াবহ আক্রমণে জয়!
সে ই দেবে ভিন্ন এক আবেশ,
সৃষ্টি হতে পারে সংকটময়
মৃত্যুর ভিন্ন পরিবেশ!


দেশে লকডাউনের পরিধি আবার,
বাড়ছে সংক্রমণ রোধে সরকার!
ঘোষিত, কার্যকর কঠোর লকডাউন!
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ক্লাউন!
বের হওয়া ও মাস্ক ঠিকমত না পরা,
লাখ লাখ টাকা জরিমানা করছে ওরা!


জরিমানা না দিতে পারলে তাদের
জেল হয়? ভালো কথা!
কিন্তু জেলে মাস্ক ছাড়া এক রুমে
চল্লিশ জন, কেমন ব্যথা?


এ ভ্যারিয়েন্টে জনগন কে
থামানো যাচ্ছেনা...
সরকার কী করছে!
গরীবদের বিনামূল্যে খাদ্য ও মাস্ক
কেন দেয়া হচ্ছেনা ?


=================o


উত্তর আমেরিকা
২২ শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ