বিষয়টি পুরানা, ১৮৮৬ সালে
আমেরিকার শিকাগো শহরের
হে মার্কেটে শুরু...


তারপর ১৮৯০, শেষে ১৯০৪...
এলো ঐতিহাসিক আন্তর্জাতিক
শ্রমিক দিবস! পহেলা মে!
এ দিন আসে আর যায়...


পুঁজিবাদীদের অবিচার নিপীড়নের
বিরুদ্ধে জোর সংগ্রামের শপথ গ্রহনের দিন...
পৃথিবীতে ১৯৫টি দেশের মধ্যে মাত্র
আশিটি দেশ এ দিনটি পালন করে!
শ্রমিকদের ন্যায্য অধিকার
আদায়ের এক অবিস্মরনীয় দিন!


পুঁজিবাদী মানসিকতার এদেশে?
অত্যাচারিত এ শ্রমিক-শ্রেণীর
জন্য ভাল কিছুই হয়নি আর হবেও না!
করোনার ভয়াবহতায় আমরা ...


জানাই সমাজের সব
শ্রমজীবীকে দেশের প্রতি
নিরলস অবদানের জন্য কৃতজ্ঞতা!
এ মহান মে দিবসে, হব না কি
লজ্জিত ও ক্ষমাপ্রার্থী আমরা?


===============o


উত্তর আমেরিকা,
১৭ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ


আমি কষ্ট পেলেই কবিতা লিখি!
নিজের গায়েতে সব দোষ মাখি,
অন্যায়ে মোর কবিতা লেখা হয়,
মনে মনে ভাবি একটু হলো জয়!


লিখা হয় যে কবিতা কারো দুঃখ,
চেশ্টায় থাকি দিতে সামান্য সুখ!
জুলুম দেখে আমার কবিতা আশে;
ভাবনায় আমি আছি তারই পাশে!


কবিতা লিখি যখন দেখি অত্যাচার
চেষ্টা করি তাদের থামাতে বারবার
কবিতা আসে যখন তারা করে চুরি
ভেজাল করে বানায়  তারা বড় ভুরি


কবিতা লিখি যখন ধর্মের বাড়াবাড়ি
চেষ্টা করি তাদের সাথে দিতে আড়ি
কবিতা আসে যখন তারা নারী বিদ্বেষী
সন্ত্রাস করে তারা আবার ডাকে সন্ত্রাসী
-----------------------------------