নৌকায় ঠাসাঠাসি অনেক গরু!
নড়া-চড়ার এতটুকু জায়গা নেই,
মানুষের সাথেই তাদের ভ্রমণ
সামনে ঈদ উল আজ্ হা!
বিনিদ্রে রাত্রি পার,
কারোর চোখের কোণে সলিল...
অনেকের তা শুকিয়েও গেছে,
চির চেনা নদী মাঠ খাল বিল ছেড়ে_
অচেনা অনেক পথ পেরিয়ে যাচ্ছে তারা...
গন্তব্য তাদের বিশাল এক মাঠ!
তারা মানুষের খাদ্য হবে...
জেনে গেছে ওরা, এটা ই তাদের
প্রথম ও শেষ নৌকা ভ্রমণ...
তারপর, না ফেরার দেশে,
মানুষ তাদের কষ্ট জানেনা?