ধরাতে শ্রেষ্ঠত্বের অহম বোধ সদা চলমান,
সুখী থাকার উপায় ব্যস্ত থাকা টা ধাবমান!
ব্যস্ত জীবনের বন্ধ্যত্ব হতে কেউ সাবধান?
অহম-ব্যস্ততাকে খুন করলে তো সমাধান!


ব্যক্তি হতে রাষ্ট্র সব খানে অহম বিদ্যমান,
ইগো-র কারণে সম্পর্ক শেষ, আত্ম-সম্মান...
অহং এর জন্য কত মানুষের যায় যে প্রাণ,
অর্থনীতিক কারণে ব্যস্ততা, অন্যান্য জান!


অহংকার ও ব্যস্ততাতে ওদের কী জীবন!
উপনিবেশ বর্ণ বাদ সাম্রাজ্যবাদের ভুবন...
আজও বদলায়নি এ সমাজ,বাড়াচ্ছে ধন,
নিজকে নিয়ন্ত্রণ,না হলে অহমিকা নিয়ন্ত্রণ!


দেশে দেশে সংঘাত টা অর্থনৈতিক পিছু,
নিজেকে শ্রেষ্ঠ বুঝাতে চলে কি সবকিছু?
সংসারের অশান্তি, সম্পর্কে ধরেছে ঘুণ!
অহম-ব্যস্ততা কে কি করা যায় না খুন?