মিয়ানমারের মিটকিনা শহরে
এ বছর মে শেষ তারিখের
এক দৃশ্য...


শহরের ধুলোমাখা রাস্তার উপর
হাঁটু গেড়ে বসা সাদা পোশাকে
এক নারী, পেশায় ক্যাথলিক নান,
সামনে অস্ত্রসজ্জিত সেনারা দাঁড়িয়ে...


গত ফেব্রুয়ারির শুরু থেকে
এ দেশে সামরিক অভ্যুত্থান...
প্রতিবাদে রাজপথে অনেক শ্রেণি
পেশার মানুষের ব্যাপক বিক্ষোভ!
এ বিক্ষোভ থেকে দূরে রাখতেই
কঠোর অবস্থানে এ বাহিনী?
তাই প্রতিদিনই মৃত্যুর সংখ্যাও...


বৌদ্ধ ধর্মাবলম্বী দেশে কোন
ভিক্ষু নন তিনি, কী অসাধারণ কাতরতা!
কিছু সেনা সদস্যের
হাত জোড় করে বসে পড়া...
তার সাহসিকতায় বিবেক
হয়তো দিয়েছে নাড়া!
তবে কি তাদের অন্যায়-অপরাধ
কিছুটা হলেও বুঝতে পেরেছে তারা?


বিক্ষোভকারীদের গ্রেফতারে উদ্যত!
প্রতিবাদী ছেলেগুলোর ছুটে প্রাণে বাঁচার চেষ্টা...
ঠিক তখনি মানবী বলে ওঠে :
''আমার সন্তানদের মেরো না,
অত্যাচার করো না, এর বদলে
আমাকে মেরে ফেল!''
এখন দেশ-বিদেশে প্রশংসিত তিনি!


-----------------------------------


( ১০০ তম প্রয়াস এ আসরে)


======================o


উত্তর আমেরিকা
১৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ